ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নতুন টাকা কেনাবেচা কি জায়েজ? 

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
নতুন টাকা কেনাবেচা কি জায়েজ? 

ইসলামে দুটি জিনিস কমবেশি ক্রয়-বিক্রি করা নাজায়েজ। কারণ এ রকম লেনদেনে অতিরিক্ত অংশ সুদ হয়ে যায়।

তাই নতুন টাকার কেনাবেচা হলো নাজায়েজ কাজ।

একেবারে অপারগতার ক্ষেত্রে নতুন টাকা সংগ্রহ করার পরিশ্রম বাবদ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে। শর্ত হলো স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে নতুন টাকা সংগ্রহের পারিশ্রমিক হিসেবে, নতুন টাকার মূল্য হিসেবে নয়।

কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া এ রকম লেনদেন থেকেও বিরত থাকা উচিত। সাধারণত সরকারি ব্যাংকগুলো থেকে অতিরিক্ত মূল্য ছাড়াই নতুন টাকা সংগ্রহ করা যায়। তাই নতুন টাকার জন্য এ রকম সুদি ও সন্দেহপূর্ণ লেনদেনে জড়িত হওয়ার কোনো যুক্তি নেই।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।