ঢাকা: হজযাত্রীর ভিসা বাতিল করার সুযোগ চালু করেছে সৌদি সরকার।
সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সি ও লিড এজেন্সিগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ মে) এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।
তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর নিকট হতে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হবে।
এমআইএইচ/এইচএ/