ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

দৃষ্টি প্রতিবন্ধী আলাভী মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হয়েছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ২০, ২০১৫
দৃষ্টি প্রতিবন্ধী আলাভী মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হয়েছে

তেহরানে অনুষ্ঠিত ৩২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফিলিপাইনের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিনিধি আসকারী ডুমাগায় আলাভী ইরানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ২০০১ সালে পবিত্র কোরআনে কারিম হেফজ করা শুরু করি এবং মহান আল্লাহতায়ালার অশেষ রহমত ও সাহায্যে মাত্র ৭ মাসের মধ্যে সম্পূর্ণ কোরআনে কারিম হেফজ করতে সক্ষম হই। ’

আসকারী ডুমাগায় আলাভী আরও বলেন, ‘২০০১ সালে আমার বয়স যখন ১৭ তখন আমি বিভিন্ন ক্বারিদের কোরআন তেলাওয়াত শুনে সাত মাসের মধ্যে সম্পূর্ণ কোরআন হেফজ করে শেষ করি।

ওই দিনগুলোতে আমি শুধু বিশ্বখ্যাত ক্বারিদের কোরআন তেলাওয়াত শুনতাম ও তা মুখস্থ করতাম। আমি আসলে ঠিক বলে বুঝাতে পারব না এটা কীভাবে সম্ভব হয়েছে। ’

৩০ বছর বয়সী এ হাফেজ বলেন, ‘আমি প্রতিদিন ৬ ঘণ্টা করে কোরআন তেলাওয়াত শুনতাম এবং চর্চা করতাম। অবশেষে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছি। এখন আমি প্রতিদিন নিয়ম করে ৪ ঘন্টা কোরআন তেলাওয়াত করি। ’

আলাভী তার নিজের জীবনে পবিত্র কোরআনে কারিমের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ‘যদিও আমি চোখে দেখি না, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করি যে, পবিত্র কোরআনে কারিম আমার জীবনের আলো। আজ আমার যা কিছু রয়েছে এর সবই পবিত্র কোরআনের বরকতে অর্জন করেছি। ’
 
আসকারী ডুমাগায় আলাভী ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের বাসিন্দা।

উল্লেখ্য যে, গত ১৫ মে, শুক্রবার থেকে ইরানের রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। এ প্রতিযোগিতার অধিবেশনে ৮০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতাটি চলবে ২৪ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, মে ২০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।