ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মুসলমানদের জন্য বিশেষ রমজান উপহার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ৫, ২০১৬
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মুসলমানদের জন্য বিশেষ রমজান উপহার ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মানুষ তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘দিদি’ বলে ডাকেন। মানুষের এমন ভালোবাসা পেয়ে দিদির দল তৃণমূল কংগ্রেস গঠন করেছে দ্বিতীয় দফায় সরকার।

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে ষষ্ঠবারের মতো ক্ষমতায় বসা জয়ললিতা জয়ারামকে তামিলনাড়ুবাসী শ্রদ্ধা করে ‘আম্মা’ বলে ডাকেন। সে হিসেবে বলা চলে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে চলছে ‘আম্মা-দিদি’র শাসন।

উভয় মুখ্যমন্ত্রীই জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। সেই জনিপ্রিয়তাকে আরেকটু ঝালাই করে নেওয়ার নিমিত্তে আসন্ন রমজানে দু’জনেই গ্রহণ করলেন যুগান্তকারী সিদ্ধান্ত। আম্মা দিচ্ছেন রমজান উপলক্ষে বিনামূল্যে চাল, আর দিদি দিচ্ছেন সুলভ মূল্যে।

মমতা ব্যানার্জি দু’টাকা কেজি চালে ভোটে বিশাল সাফল্যর পর এবার মুসলমানদের জন্য রমজান উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে উপহার দেওয়া হচ্ছে রমজান স্পেশাল। ঈদের আগে গোটা রমজান মাসজুড়ে রেশনে মিলবে রমজান স্পেশাল প্যাকেট। সেই প্যাকেটে থাকবে চাল, ময়দা, খেজুর, ছোলা এবং চিনি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ইতোমধ্যেই এসব সামগ্রীর জোগাড়ে নেমে পড়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এ উদ্যোগ শুধু সংখ্যালঘুদের জন্যই নয়। রেশন কার্ড থাকলেই মিলবে এই প্যাকেট। দাম কত পড়বে তা এখনই বলতে চাইছেন না খাদ্যমন্ত্রী। মমতার সরকারের এমন অভিনব উদ্যোগে খুশি রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা।
 
অন্যদিকে আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এক বিবৃতিতে তিনি রাজ্যের ৩ হাজার মসজিদে রমজান মাসে ৪৬ হাজার টন চাল বিনামূল্যে সরবরাহের নির্দেশ দেন।
 
জয়ললিতা বলেন, ‘আমাদের নেওয়া এ পরিকল্পনাটি শুরু থেকেই মুসলিম সম্প্রদায় স্বাগত জানিয়েছে। সেহেতু এ বছরও চাল বিতরণ অব্যাহত রাখা হবে। তাই আমি এ বছরও চাল বিতরণের নির্দেশ দিয়েছি। ’
 
২০০১ সালে জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মসজিদে বিনামূল্যে চাল বিতরণ করে আসছেন।
পর্যাপ্ত পরিমাণে চাল সরবরাহের জন্য জন্য জেলা কালেক্টরদেরও নির্দেশ দিয়েছেন জয়ললিতা।

এই প্রকল্পে তামিলনাড়ু রাজ্য সরকারের খরচ হবে দুই কোটি ১৪ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।