ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আল্লাহকে স্মরণের উত্তম মাধ্যম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
আল্লাহকে স্মরণের উত্তম মাধ্যম

দোয়া হলো আল্লাহর স্মরণের একটি উত্তম মাধ্যম। এর দ্বারা আল্লাহতায়ালার সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয় এবং অন্তরে আল্লাহর করুণা ও রহমত বর্ষিত হয়।

এ কারণে বান্দা যত বেশি দোয়া করবে সে তত বেশি আল্লাহর প্রিয়পাত্র হবে।

তাই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সব বিষয়ের দোয়া শিখিয়েছেন। এমন কিছু ছোট ছোট দোয়া আছে, যা আমল করলে অনেক ফায়দা হয়। হজরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে একশ’বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার সব (সগিরা) গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারি, হাদিস: ৬৪০৩

অন্য এক বর্ণনায় হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার (সব পবিত্রতা আল্লাহর এবং সব প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহই সব কিছু থেকে বড়)। আমি এই দোয়া পড়ব, তা আমার কাছে ওইসব কিছু থেকে উত্তম, যাতে সূর্যের আলো পড়ে। (অর্থা‍ৎ পৃথিবীর সব কিছু থেকে উত্তম)। -সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৫

এমন অনেক ছোট ছোট দোয়ার আমল রয়েছে, যেগুলো খুবই ফজিলতপূর্ণ। চলতে-ফিরতে সব অবস্থায় আমরা এসব ছোট ছোট দোয়ার আমল করতে পারি। বেশি বেশি এসব দোয়া পাঠের মাধ্যমে আমাদের উচিৎ আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করা। আল্লাহতায়ালা আমাদের তওফিক দান করুন। অামিন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।