ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মসজিদ পরিদর্শন ও মুসলমানদের সঙ্গে দেখা করলেন চীনের প্রেসিডেন্ট

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মসজিদ পরিদর্শন ও মুসলমানদের সঙ্গে দেখা করলেন চীনের প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের মুসলিম অধ্যুষিত এলাকা নিংঙ্গ শীইয়ায় উপস্থিত হয়ে মুসলমানদের সঙ্গে সাক্ষাত করেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বৃষ্টি উপেক্ষা করে মুসলিম অধ্যুষিত ওই এলাকা সফরকালে তিনি মিং নিং গ্রাম, এনার্জি বেস, পেট্রোকেমিক্যাল সেন্টার এবং শিং জিংয়ের একটি মসজিদও পরিদর্শন করেছেন।

নিংঙ্গ শীইয়ার কেন্দ্রে অবস্থিত ইয়েং জুওয়াং শহরের মসজিদ পরিদর্শনকালে তিনি বলেন, চীনের ধর্ম চর্চার ইতিহাস পাঁচ হাজার বছরের প্রাচীন এবং এই ধর্ম সমাজে গভীরভাবে একত্রিত হয়ে আছে।

প্রেসিডেন্ট আরও বলেন, চীনে বসবাসরত মুসলমানদের উচিত চরমপন্থিদের তীব্রভাবে ঘৃণা করা, তাদের কাজের প্রতিবাদ করা এবং তাদের থেকে দূরে থাকা।

চীনে প্রায় দুই কোটি এক লাখ মুসলমানের বাস। হাল সময়ে নানা কারণে বর্হিবিশ্বে চীনের পরিচিতি পেয়েছে মুসলিম বিদ্বেষী হিসেবে। হঠাৎ করে মুসলমানদের সঙ্গে প্রেসিডেন্টের এমন সাক্ষাত চীনের মুসলিম বিদ্বেষ পরিচিতি মুছে ফেলতে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-দ্য টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে

 বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।