ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
মাওলানা মুহিউদ্দীন খান ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেম এবং মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও তার খ্যাতি ছিল। বাংলাদেশে ইসলামি আদর্শের প্রচার ও প্রসারে তার অনন্য ভূমিকা দেশের তৌহিদী জনতা চিরদিন স্মরণ করবে।

তিনি ছিলেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা। তার ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন দায়িত্বশীল অবিভাবক হারিয়েছে। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করে দিশেহারা মানুষকে সঠিক পথের দিশা দেখাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা অতুলনীয়।

শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামি পত্রিকা পরিষদ কর্তৃক আয়োজিত ‘মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)-এর দ্বীনী দাওয়াত ও সাহিত্য-সাংবাদিকতা’ বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

ইসলামি পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামি পত্রিকা পরিষদের সেক্রেটারি ড. ইসমাঈল হোসাইন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা শহীদুল ইসলাম কবির, মাওলানা আজিজুল হক মুরাদ, মোস্তফা মুঈনুদ্দীন খান, আহমাদ ববদরুদ্দীন খান, মুহাম্মদ সালিমুর রহমান, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, মুফতি এনায়েতুল্লাহ, শায়খ মুফতি উসমান গনি, এম আতিকুল হক, মুহাম্মদ সিদ্দীক ও মাওলানা আবু দাউদ মোঃ জাকারিয়া প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা আরও বলেন, মাওলানা মুহিউদ্দীন খান সবধরনের আলেম-ওলামাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। এদেশের আলেম-ওলামা এবং ইসলামি দলগুলোর কাছে ঐক্যের প্রতীক ছিলেন। তার সম্পাদিত মাসিক মদীনা পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছিল। বাংলাদেশের ঘরে ঘরে পত্রিকাটি পৌঁছে গিয়েছিল। বিশেষ করে মাসিক মদীনার প্রশ্নোত্তরগুলো পাঠকরা মনযোগ সহকারে পড়তেন।

তিনি বিখ্যাত তাফসির মাআরেফুল কোরআনের বাংলা অনুবাদ করেছেন। এখন এ অনুবাদটি বাংলাদেশের ঘরে ঘরে পাওয়া যায়। তিনি রাবেতায় আলম আল ইসলামীর সদস্য এবং জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতির বক্তব্যে মুফতি আবুল হাসান শামসাবাদী বলেন, বাংলাদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতার ঐক্যের মিনারা হিসেবে তিনি আজীবন সাধনা করে গেছেন। তিনি মাসিক মদীনার মাধ্যমে দ্বীনি খেদমত করে গেছেন, তার উপমা অতুলনীয়। মাওলানা মুহিউদ্দীন খানের রেখে যাওয়া মিশনসমূহ চালিয়ে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভা শেষে ইসলামি পত্রিকা পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা ইসলামি পত্রিকা পরিষদের সাবেক সভাপতি এম আতিকুল হক।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এমএইউ/এসএইচ

**
মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে আলোচনা সভা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।