ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হানাদি জাকারিয়া: সৌদি আরবের প্রথম নারী পাইলট

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
হানাদি জাকারিয়া: সৌদি আরবের প্রথম নারী পাইলট

সৌদি আরবে নারীদের গাড়ি চালনা নিষিদ্ধ থাকলেও দেশটিতে গত বছর ব্রুনাইয়ের তিন নারী পাইলট বিমান চালিয়ের যাওয়ার ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি হয়। সেই সৌদি আরবের এক নারী পাইলট ককপিটে বসে বিমান পরিচালনা।

১৯৭৮ সালে জন্ম নেওয়া ওই নারী পাইলটের নাম হানাদি জাকারিয়া আল হিন্দি (Hanadi Zakaria Al-Hindi)। সৌদি গণমাধ্যমের দাবী হানাদি দেশটির প্রথম নারী পাইলট।

অনন্য এই কৃতিত্ব প্রসঙ্গে হানাদি বলেন, পুরুষ হিসেবে নারীরাও সব ধরনের কাজ করতে সক্ষম। বিষয়টিকে আমি এর বাইরে অন্যভাবে দেখতে রাজী নই।

হানাদি জাকারিয়া ২০১৪ সালে তার বিমান পরিচলানার সনদ লাভ করেন। তবে শিক্ষাজীবনের শুরুতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টিতে পড়াশুনা করলেও পরে মিডইস্ট এভিয়েশন একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে জর্ডান যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকেই বিমান পরিচালনার প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট অর্জন করেন।

তবে নারী হিসেবে হানাদি একা নন। ধীরে ধীরে উঠে আসছে আরও নারী পাইলট। ইতোমধ্যেই ইয়াসমিন মোহাম্মদ আল মাইমানি (Yasmin Mohammed Al-Maimani) নামের আরেক নারী সৌদি আরবে পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

-মিডলইস্ট মনিটর অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।