ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজের সময় থাকবে তীব্র গরম আবহাওয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
হজের সময় থাকবে তীব্র গরম আবহাওয়া ফাইল ছবি

আরবের লু হাওয়া কী জিনিস তা অনেকেই জানেন না। সেটা এবার জানতে পারেন হজযাত্রীরা।

এমনই আশঙ্কার কথা জানালেন সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা আরব নিউজ। আরব নিউজ তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের জন্য তীব্র গরম আবহাওয়া অপেক্ষা করছে।

খবরে প্রকাশ, আগামী কয়েক সপ্তাহ সৌদি আরবে দিনের বেলায় মক্কার আবহাওয়া থাকবে খুবই উত্তপ্ত। আর ওই সময়টাতেই হজযাত্রীদের পালন করতে হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

তবে আশার কথা হলো, রাতের বেলায় তীব্র গরমের ভাব কমে যাবে। প্রেসিডেন্সি অব ম্যাটেরিওলজি অ্যান্ড এনভায়রনমেন্ট (পিএমই) এ রিপোর্ট প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, মক্কার আকাশে মেঘ দেখা যাবে। এ ছাড়া বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

মদিনায়ও দিনের বেলায় আবহাওয়া থাকবে বেশ গরম, রাতের বেলা থাকবে মৃদু বাতাস।

ফলে হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে যেতে সুপারিশ করা হয়েছে রিপোর্টে। বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করা, সঙ্গে পানি রাখা এবং বাতাস চলাচল করে এমন জায়গায় থাকার পাশাপাশি যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এমএইউ/
আরও পড়ুন>>
** হে আল্লাহ! পবিত্র হজের জন্য আমাদের কবুল করো
** এবার হজ পালনে যাচ্ছেন রেকর্ডসংখ্যক ১ লাখ ৫৬ হাজার ভারতীয়
** মদিনা শরিফে আল্লাহর নাম সংবলিত প্রদর্শনীতে হাজীদের ভিড়
**
প্রাচীন ও বৃহৎ কোরআনের প্রদর্শনী চলছে মসজিদে নববীর আঙিনায়
** প্রতিদিন ১২০টি রহমত বর্ষিত হয় পবিত্র কাবাঘরে
** নবীর কদম মোবারকের স্পর্শে ধন্য মদিনার মাটিতে রয়েছে অজস্র বরকত
‍** হজযাত্রী ছাড়া অন্যদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি
** সাম্যবাদের কথাকে মনে করিয়ে দেয় হজ
** পবিত্র হজ হোক সেলফিমুক্ত
** চীন থেকে সাইকেল চালিয়ে হজে
** দিনাজপুরের হাজী মহিউদ্দিন পায়ে হেঁটে হজ পালন করেছেন
** কাবার মেহমান হজযাত্রীদের সঙ্গে প্রতারণা নয়
** কবুল হজ নসীবের আমল ও শর্তাবলী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।