দেশটির আয়তন ৪৭৫, ৪৪২ বর্গকিলোমিটার। ক্যামেরুনের রাজধানীর নাম ইয়াউন্দে।
সেই ক্যামেরুনের এক দৃষ্টি প্রতিবন্ধী বাড়িতে পড়ে কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। তার নাম মুসা জায়দান।
১৮ বছর বয়সী মুসা জায়দান ক্যামেরুনের কুসারি শহরে বসবাস করেন। তিনি পাঁচ বছর বয়সে চোখের রোগের কারণে দৃষ্টিশক্তি হারান।
হাফেজ মূসা জায়দান এবার অংশ নিয়েছিলেন ইরানের রাজধানী তেহরানে অন্ধদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক হেফজ ও কেরাত প্রতিযোগিতায়।
কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মুসা জায়দান বলেন, আমার আব্বার ইচ্ছা এবং উৎসাহের প্রেক্ষিতে আমি কোরআন হেফজ করেছি। আর কোরআন মুখস্থ করার জন্য বিশেষ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইনি। শুধু বাড়িতে আব্বার কাছে পড়ে আল্লাহর বাণী হেফজ করতে সক্ষম হই।
শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ক্যামেরুনের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী মুসা জায়দান। সেরা ১০-এ থেকে তিনি প্রতিযোগিতা শেষ করেন।
২০১৩ সাল থেকে মুসা কোরআন হেফজ করতে শুরু করেন। কোরঅান মুখস্থ করতে মুসার সময় লাগে ৩ বছর। কাজের সূত্রে মুসার পরিবার নাইজেরিয়ায় থাকতেন। সেখানেই তিনি কোরআন মুখস্থ করা শুরু করেন।
কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না যেয়ে নিজ ঘরে বসে কোরআন হেফজ করলেও মুখস্থ শেষে স্থানীয় কয়েকজন হাফেজকে কোরআন শুনিয়েছেন। তারা মুসার বিশুদ্ধ তেলাওয়াত ও সুন্দর উচ্চারণের প্রশংসা করেছেন।
-ইসলাম রিভিউ অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএইউ/