ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হিজাবি মুষ্টিযোদ্ধার সংগ্রাম ও জয়লাভের কথা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
হিজাবি মুষ্টিযোদ্ধার সংগ্রাম ও জয়লাভের কথা উমাইয়া জাফর

আমেরিকার এক হিজাবি কিশোরী মুষ্টিযোদ্ধা বক্সিং রিংয়ে লড়াই করে বিজয়ী হয়েছেন।

এমনকি ১৬ বছরের ওই মুসলিম কিশোরী ‘উমাইয়া জাফর’-এর জন্য আমেরিকান বক্সিং ফেডারেশনের হিজাব বিরোধী আইন পরিবর্তন করেছে। নতুন আইনে হিজাব পরিধান করে বক্সিং খেলার অনুমোদন দেওয়া হয়েছে।

উমাইয়া জাফর মঙ্গলবার (০২ এপ্রিল) হিজাব মাথায় বক্সিং রিংয়ে নেমে প্রতিপক্ষকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তাদের লড়াইয়ের সময় উপস্থিত দর্শকরা বিভিন্ন ধ্বনি দিয়ে উৎসাহ দিয়েছেন।  

উমাইয়া ৪ বছর ধরে বক্সিং চর্চা করছেন। কিন্তু হিজাবি হওয়ার কারণে এতদিন তিনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পাননি। তবে বারবার তিনি আবেদন করে যাচ্ছিলেন, সর্বশেষ আমেরিকান বক্সিং ফেডারেশন তার আবেদনে সাড়া দেয় এবং তিনি রিংয়ে নামেন।  

এ প্রসঙ্গে উমাইয়া জাফর বলেন, হিজাব মাথায় বক্সিং খেলার অনুমতির ফলে অন্য নারীরাও হিজাবের প্রতি আগ্রহ পোষণ করবেন।  

উমাইয়া জাফর বয়সভিত্তিক আন্তর্জাতিক বক্সিংয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে অংশগ্রহণ করার চেষ্টা করছেন। তিনি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে আদর্শ মানেন।  

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।