সামোয়ার রাজধানীর নাম আপিয়া। দেশটির মোট আয়তন ২ হাজার ৯৪৪ বর্গকিলোমিটার।
আজব হলেও সত্য, সামোয়াতে কোনো সেনাবহিনী ও পুলিশ বাহিনী নেই। তাদের নিজস্ব কোনো বাহিনী না থাকলেও তারা তাদের বিশেষ বাহিনী দ্বারা নিজেদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করে থাকে।
সামোয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ভালো সম্পর্ক। ফলে ১৯৬২ সালে সামোয়া নিউজিল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করে। চুক্তিমতে, সামোয়ায় যদি কোনো যুদ্ধ বা বাইরের দেশের আক্রমণের ঘটনা ঘটে- তবে নিউজিল্যান্ডের সাহায্য নেবে। এমনকি নিউজিল্যান্ডের সেনাবাহিনী তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। তবে চুক্তিতে উল্লেখ আছে, সামোয়ার সঙ্গে তারা যেকোনো সময় চুক্তি শেষ করতে পারবে।
সেই সামোয়াতে তুরস্কের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে সামোয়ান ভাষায় অনুদিত পবিত্র কোরআনের ২ হাজার কপি বিতরণ করা হয়েছে।
‘কোরআন আমার পুরস্কার’ শীর্ষক বিশেষ এক প্রকল্পের আওতায় সামোয়ান ভাষায় পবিত্র কোরআন অনুবাদ, ছাপা ও বিতরণ করা হয়।
সবচে’ মজার বিষয় হলো- সামোয়াতে তিন শতাধিক মুসলমান বসবাস করেন। এই তিনশ’ মুসলমানের সঙ্গে কোরআন পড়তে আগ্রহী অমুসলিমদের মাঝে এসব কোরআন বিতরণ করা হয়েছে। বিষয়টি একটু ব্যতিক্রমই বটে।
-ইসলাম রিভিউ অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএইউ/