‘ইকরা ওয়ারতাকি’ নামক এই কোরআনিক অনুষ্ঠানটি প্রতি শুক্রবার মক্কার স্থানীয় সময় বেলা ২টায় সম্প্রচার করা হয়
কাতারের জিম টিভি সেদেশের শিশু-কিশোরদের কোরআন শেখানোর জন্য বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।
‘ইকরা ওয়ারতাকি’ নামক এই কোরআনিক অনুষ্ঠানটি প্রতি শুক্রবার মক্কার স্থানীয় সময় বেলা ২টায় সম্প্রচার করা হয়।
জিম টিভির ওই বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এক সঙ্গে কোরআন তেলাওয়াত করেন।
তেলাওয়াত করার ক্ষেত্রে যদি তাদের ভুল হয় তাহলে উপস্থিত শিক্ষক তাদের ও দর্শনার্থীদের শিক্ষা প্রদানের উদ্দেশ ভুলটি চিহ্নিত করে তা শুদ্ধ করে দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা টেলিফোনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে।
কোরআন তেলাওয়াত ছাড়াও এই অনুষ্ঠানে সহজ ভাষায় কোরআনের ভাবার্থ শেখানোর পাশাপাশি পঠিত আয়াতের প্রয়োজনীয় বিষয়েও আলোচনা করা হয়।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএইউ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।