ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইফতার আয়োজন হয় নলতা দরবার শরীফে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বিশ্বের দ্বিতীয় বৃহৎ ইফতার আয়োজন হয় নলতা দরবার শরীফে হজরত শাহ্ছুফী খান বাহাদুর আহছানউল্লা (রহ.)-এর নলতা পাক রওজা শরীফে

সাতক্ষীরা: ১৪ জন শ্রমিক এক মাস ধরে বাশ-খঁটি আর টিন দিয়ে ছাউনি তৈরি করেছে। বিরাম নেই তাদের, সময় চলে এসেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফের এই কর্মযজ্ঞ রমজান মাসের ইফতারকে ঘিরে।

হজরত শাহ্ছুফী খান বাহাদুর আহছানউল্লা (রহ.)-এর নলতা পাক রওজা শরীফে প্রতিদিন ১০ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়।

এর মধ্যে ছয় হাজার মানুষ রওজা শরীফ প্রাঙ্গণে নির্মিত ছাউনির নিচে বসে একত্রে ইফতার করেন।

আর বাকী চার হাজার মানুষের ইফতার এলাকার বাড়িতে বাড়িতে ও স্থানীয় অন্যান্য মসজিদে প্রেরণ করা হয়।

কর্তৃপক্ষের দাবি, বিশ্বে এটিই ইফতারের দ্বিতীয় সর্ববৃহৎ আয়োজন।

দেশের বিভিন্ন জেলার মানুষসহ স্থানীয়রা অংশ নেন এই ইফতার আয়োজনে।  

রোজাদারদের জন্য এখানে প্রতিদিন ১২ মণ দুধ দিয়ে তৈরি ফিরনি, ছোলা ভুনা, কলা, ডিম, খেজুর, সিঙাড়া ও চিড়ার ব্যবস্থা করা হয়।  
​নলতা দরবার শাহী মসজিদ
শুধু তাই নয়, সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভে নলতা দরবারের শাহী মসজিদে ইতেকাফে বসেন ৫৫০ জন থেকে ৬০০ মুসল্লি। যাদের খাওয়া-দাওয়া ও ইফতারের ব্যবস্থাও এখানে করা হয়।  

নলতা মসজিদে প্রতিদিন তারাবিতে অংশ নেন দুই থেকে তিন হাজার মুসল্লি। রয়েছে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা।  

নলতা শরীফ প্রাঙ্গণে টিনের ছাউনি তৈরিরত শ্রমিক আজিজুর রহমান বাংলানিউজকে জানান, রোজাদারদের খেদমতের জন্য আমরা দিন-রাত পরিশ্রম করছি।  

দরবারের ইফতারসহ সব কিছুরই ব্যবস্থাপনার দায়িত্বে থাকে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন কর্তৃপক্ষ।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ট্রেজারার মো. ইউনুস ও হিসাবরক্ষক এবাদুল হক বাংলানিউজকে জানান, প্রতিবছর রমজানে ইফতার, তারাবি ও ইতেকাফ উপলক্ষ্যে নলতা রওজা শরীফে মুসল্লিদের মিলনমেলা বসে। এ জন্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে বাঁশ-খুঁটি দিয়ে টিনের ছাউনি তৈরি করা হয়।  

আর প্রতিদিন ইফতারিতে খরচ গড়ে আড়াই লাখ টাকা। ১৯৫০ সাল থেকেই চলছে এই আয়োজন। দিনে দিনে এর ব্যাপ্তি আরও বাড়ছে। হুজুরের ভক্তদের অনুদানেই বহন করা হয় এই ব্যয়ভার।
নলতা দরবারের এই ছাউনিতে বসে প্রতিদিন ছয় হাজার মানুষ ইফতার করবেন
তারা আরও বলেন, সৌদি আরবের পর নলতা শরীফে ইফতারের আয়োজনের চেয়ে বড় আয়োজন আর কোথাও হয় বলে আমাদের জানা নেই।

তারাবির প্রস্তুতি সম্পর্কে তারা জানান, হাফেজ হাবিবুর রহমান ও হাফেজ আশিকুর রহমান নামে দু’জন হাফেজ নিয়োগ দেওয়া হয়েছে। তবে হাফেজ হাবিবুর রহমান ১৬ বছর ধরে ও হাফেজ আশিকুর রহমান ৪ বছর ধরে এখানে তারাবি পড়াচ্ছেন।  

মুসল্লিদের সুবিধার্থে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থাও রয়েছে।  

কথা হয় হাফেজ হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, তারা ইসলামিক ফাউন্ডেশনের নিয়মানুযায়ী তারাবিতে প্রথম ছয় দিন দেড় পারা করে এবং পরবর্তীতে সাতাশ রোজা পর্যন্ত এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।