সৌদি প্রেস এজেন্সি সোমবার (০৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে সমর্থন ও সহযোগিতা দেওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কয়েক ঘন্টার মধ্যে কাতারের নাগরিকদের সৌদি সফর নিষিদ্ধ করে। সৌদিতে বসবাসরত সকল কাতারের নাগরিককে ১৪ দিনের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দিয়ে একটি বিবৃতি প্রদান করে সৌদি প্রেস এজেন্সি।
অপর এক বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণে সৌদী নাগরিকদেরও কাতারে ভ্রমণ না করতে বলা হয়েছে। কাতারে অবস্থানরত সৌদি নাগরিকদের দেশে ফিরে আসতেও বলা হয়েছে।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমএইউ/