ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আলেমদের ঘুরে দাঁড়াতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
আলেমদের ঘুরে দাঁড়াতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল- ছবি: দীপু মালাকার

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসার আলেমরা ঘুরে দাঁড়ান। ইসলাম ধর্মে মানুষ হত্যার কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম এটা স্পষ্ট করে বলতে হবে।

শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন পোর্টালের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশীদ, এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ সাদেক, সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ আরিফ, সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, কবি মহিউদ্দিন আকবর, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসা নিয়ে অনেকে অনেক কথা বলে। আমরা দেখলাম জঙ্গিরা প্রথমে কওমি মাদ্রাসার কিছু ছেলে সামনে নিয়ে আসতো। যারা কিছু বুঝতো না। পরে দেখা গেল ইউনিভার্সিটির। তারপর ইংলিশ পড়ুয়াদের। যখন যাকে সুবিধা পেয়েছে তখন তাদের দিয়ে এরকম কর্মকাণ্ড করেছে’।

‘আমি বলেছি কওমি মাদ্রসার ছেলেরা এ কর্ম করতে পারে না। এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়। ইসলাম কোনোদিন অনৈতিক কাজের শিক্ষা দেয়নি। এরা জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার। কাজেই কওমি মাদ্রাসা থেকে এ ধরনের শিক্ষা আসতে পারে না। ’

কওমি মাদ্রাসার আলেমদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনারা বেরিয়ে আসুন। জঙ্গি ও সন্ত্রাসীদের বিষয়ে কথা বলুন। আজকে পৃথিবীর যেখানে যান যখনই দেখবে আপনি মুসলমান, তখন আপনার পাসপোর্ট নেড়ে ছেড়ে দেখবে। কিংবা আপনাকে বলবে আলাদা লাইনে দাড়ান। কারণ কি? সারা পৃথিবীতে একটা শ্লোগান চলছে ‘অল হিউম্যান আর নট টেররিস্ট বাট অল টেররিস্ট আর মুসলিম’। আমি সেই জায়গায় আলেম ওলামাদের বলতে চাই ষড়যন্ত্র শুধু বাংলাদেশের ওপর নয়। মুসলমান সমাজের ওপরও এই কালো দাগ দেওয়ার জন্য এটা চলছে। আপনারা ঘুরে দাড়ান। ’

তিনি বলেন, ‘আপনারা স্পষ্ট করে বলেন ইসলাম শান্তির ধর্ম। ইসলামে মানুষ হত্যার কোনো স্থান নেই। তাহলে কিছুটা বের হওয়া যাবে। আপনাদের কথা আপনাদেরই বলতে হবে। মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ সব জায়গায় স্পষ্ট করে এ কথা বলছেন।   আপনাদেরও এ বিষয়ে করণীয় আছে। আপনাদের কাজ আপনাদের করতে হবে। ’

অনলাইন পোর্টাল ‘আওয়ার ইসলাম২৪.কম’ এর সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী। উদ্বোধন করেন দারুল হাবিব মাদরাসা মিরপুর এর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, বাংলানিউজের ইসলাম বিভাগের সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা টাইমসের জহির উদ্দীন বাবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
ইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।