ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে হাফেজ ফারহান জর্ডান যাওয়ার টিকেট লাভ করেন।
২০০০ সালের এপ্রিল মাসে জন্ম নেওয়া হাফেজ ফারহান হাবিবের বাবা মাহবুব আলম খান পেশায় একজন চিকিৎসক।
দাদা ডাক্তার আছমত আলী খানের অনুপ্রেরণায় কোরআনের হাফেজ হওয়া ফারহান যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্র। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হলেন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী। এ মাদরাসার ছাত্ররা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছেন।
হাফেজ ফারহান হাবিব এর আগে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক অায়োজিত প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করেন।
বিদেশের মাটিতে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে এবারই প্রথম জর্ডান যাচ্ছেন তিনি।
বুধবার (১৪ জুন) সকালে জর্ডানের রাজধানী আম্মানে আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতাটি শুরু হবে। প্রতিযোগিতায় ৭০টি দেশ অংশ নিচ্ছেন। ফারহান ৩০ পারা গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
কোরআন প্রতিযোগিতাটি শেষ হবে ২৭ রমজান।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এমএইউ/