স্মার্টফোন বা মোবাইল ব্যবহারকারীরা নামাজের জন্য দিক নির্নয় করতে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা মক্কার পবিত্র কাবা শরীফ কোনদিকে সেটা জানতে পারবেন।
কারণ, মুসলমানদের কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে হয়।
গুগলে ‘কিবলা ফাইন্ডার’ অনুসন্ধান করে নতুন এ সেবা উপভোগ করা যাবে। গুগলে অনুসন্ধান করে goo.gl/TVsxjR এই লিংকে ক্লিক করে অথবা সার্ভিসটির গিয়েও কাবা শরীফের সঠিক দিক জানা যাবে।
তবে গুগলের নতুন এ সার্ভিসটি স্মার্টফোনে বিল্ট ইন কম্পাস ব্যবহার করে কাবা শরীফের দিক নির্ণয় করে থাকে। সংস্করণটিতে রয়েছে ডেক্সটপ ভার্সনও। ব্যবহারকারীরা ডেক্সটপের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করতে পারেন।
-ইলমফিড.কম অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এমএইউ/