রোববার (০৯ জুলাই) কয়েক শ মুসল্লির উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটিতে নামাজ শুরু করা হয়েছে।
ইস্টন জামে মসজিদটি ব্রিস্টল শহরের সবচেয়ে বড় মসজিদ।
মসজিদটি সম্প্রসারণ এবং আধুনিকরণের জন্য দীর্ঘ দিন বন্ধ ছিল। পুনঃনির্মাণের পর ইস্টন মসজিদে নতুনভাবে একটি মিনার নির্মাণ করা হয়েছে।
ব্রিস্টল শহরের সেন্ট মার্ক রোডে অবস্থিত মসজিদটি সেন্ট মার্কের ব্যাপটিস্ট চার্চের পাশে অবস্থিত।
গীর্জা এবং মসজিদের এমন পাশাপাশি অবস্থান প্রমাণ করে, এই অঞ্চলের খ্রিস্টান ও মুসলমানরা দীর্ঘ দিন যাবত একসঙ্গে শান্তিপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলছেন।
ইস্টন মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল মালেক নতুন মসজিদ উদ্বোধন প্রসঙ্গে বলেন, ব্রিস্টল শহরের বৈচিত্র্যময় সংস্কৃতির পরিচয় এই মসজিদের পাওয়া যাবে।
তিনি বলেন, ক্রিসমাস ডে তথা হজরত ঈসা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে এই মসজিদের উৎসব মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া অভাবী ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
আবদুল মালেক আরও বলেন, আমাদের আশা, মসজিদটি ইংল্যান্ডের সকল অধিবাসীদের আদর্শ হবে।
-ব্রিস্টল পোস্ট অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমএইউ/