তাই আশকোনা হজক্যাম্পের ইসলামী ব্যাংক শাখা থেকে সেই টাকা উঠিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে আশকোনার হজ অফিস।
১১ জুলাই হজ অফিস ও ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আশকোনার হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় যেসব বাংলাদেশি হজে যাবেন, তাদের খাবারের ৩৪ হাজার ৪০০ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু সৌদি আরব থেকে জানানো হয়েছে, দেশটির ক্যাটারিং সার্ভিসেস কোম্পানি খাবার পরিবেশন করতে পারবে না। তাই হজযাত্রী এবং সরকারি গাইডদের খাবারের জন্য দেওয়া টাকা আশকোনার হজ অফিসে রিপোর্টকালে ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা থেকে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
হজযাত্রীদের টাকা উঠিয়ে নিতে বলা হলেও তারা কীভাবে খাবারের ব্যবস্থা করবে সে সম্পর্কে চিঠিতে কিছু বলা হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হজযাত্রী জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় প্রতিবছর হজযাত্রীর সংখ্যা কমছে। তারা হাজীদের সেবার দিকে কোনো খেয়াল রাখে না। এখন শেষ মুহূর্তে এসে এভাবে খাবারের টাকা ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কীভাবে খাবারের ব্যবস্থা করব? আগে জানলে তো বেসরকারি এজেন্সীর মাধ্যমেই হজপালনে যাওয়া যেত। এটা খামখেয়ালী আচরণ। আমরা এর প্রতিকার চাই।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারিভাবে ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন বাংলাদেশী হজ পালনের সুযোগ পাবেন।
হজের ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১০১১) প্রথম ফ্লাইটটি ওইদিন সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএইউ/