ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সিলেট আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
সিলেট আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ডের ফল প্রকাশ সিলেট আঞ্জুমানে তালিমুল কোরআন বোর্ডের ফল প্রকাশ

আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের ২০১৭ শিক্ষাবর্ষের (১৪৩৮ হিজরি) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ), খামিছ ও রাবে’র কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল সোমবার (৭ আগস্ট) প্রকাশিত হয়েছে।

ফলাফল প্রকাশ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সের কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা আঞ্জুমান সভাপতি মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

সভায় পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা কারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা কারী ইনাম বিন সিদ্দিক, দপ্তর সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ, কেন্দ্রীয় শুরা সদস্য, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী হুসাইন আহমদ মিসবাহ, কেন্দ্রীয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী মুজাহিদুল ইসলাম, মাওলানা কারী শামসুল ইসলাম, মাওলানা কারী ইবাদ বিন সিদ্দিক, আঞ্জুমান সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা কারী রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা কারী আবুল হোসেন শরীফ, সাধারণ সম্পাদক মাওলানা কারী হিফজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কারী জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কারী নাঈমুল হাসান নাজিম, বিশিষ্ট কবি ও মাওলানা কারী মীম সুফিয়ান, মাওলানা কারী গিয়াস উদ্দীন নোমান, মাওলানা কারী হাবীবুর রহমান হাবীব ও মাওলানা কারী মামুনুর রশীদ মাসুম প্রমুখ।

রমজান মাসে সারাদেশের ১ হাজার ৫শ’ ১৬টি কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ১১ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।