ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিমানের খামখেয়ালীতেই শিডিউল বিপাকে হজযাত্রীরা: হাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
বিমানের খামখেয়ালীতেই শিডিউল বিপাকে হজযাত্রীরা: হাব ছবি: উর্মি মাহবুব/ বাংলানউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খামখেয়ালীই হজ ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের অন্যতম কারণ বলে অভিযোগ করেছে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)। 

বুধবার (০৯ আগস্ট) দুপুর ২টায় আশকোনা হজ ক্যাম্পে হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।  

তিনি বলেন, বিমান হজ ফ্লাইটের স্লট পাওয়ার পর তাদের ইচ্ছেমতো শিডিউল ঘোষণা করে।

এক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন তারা মনে করেন না।  

‘তাদের খামখেয়ালীর কারণেই অনেক ফ্লাইট বাতিল হয়েছে। আর এতে বিপাকে পড়েছেন হজযাত্রীরা। ’

হাব মহাসচিব বলেন, ‘বর্তমানে বিমান ১৪টি স্লটের অনুমতি পেলেও তারা বলছে তা ব্যবহার করা সম্ভব না। ১৪টি স্লটই ব্যবহার করতে হবে। প্রয়োজনে অন্যান্য রুটের ফ্লাইটের পাইলট ও ক্রুদের এখানে ব্যবহার করতে হবে। ’ 

**সমন্বয়হীন বাড়ি ভাড়ার কারণেই ফ্লাইট বিপর্যয়: বিমান

বর্তমান সংকট নিরসনে থার্ড ক্যারিয়ার ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন হাব মহাসচিব তসলিম।  

হজযাত্রায় যাত্রীদের মধ্যে শঙ্কার বিয়ষটি নিয়ে তিনি বলেন, একজন হজযাত্রীও বঞ্চিত হবেন না। বাড়তি ফ্লাইট দিয়ে সংকুলান না হলে থার্ড ক্যারিয়ার নিয়ে আসতে হবে। যেসব হজযাত্রী শেষ পর্যন্ত হজে যেতে পারবেন না বলে শঙ্কা দেখা দিয়েছে তাদেরও নিয়ে যেতে হবে।  

হাবের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই দাবি করে হাব মহাসচিব বলেন, হজ ব্যবস্থাপনায় বিমানকে সব ধরনের সহায়তা দিতে হাব সর্বদা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
ইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।