ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিছিল-সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মিছিল-সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল-সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা

ঢাকা: বিএনপির অফিসে হামলা, রাজনৈতিক কর্মী খুন ও গণ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করেন তারা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইঁয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিনা উস্কানিতে বিএনপি অফিসে এ ধরণের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য এ ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।