ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টে কর্মরতদের অনিয়ম অনুসন্ধানে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
সুপ্রিম কোর্টে কর্মরতদের অনিয়ম অনুসন্ধানে কমিটি

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন ।

৫ জানুয়ারি এ বিষয়ে একটি অফিস আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান।

‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানের নিমিত্ত কমিটি গঠন প্রসঙ্গে’ দেওয়া ওই আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধানের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি পুর্নগঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.মিজানুর রহমান, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) এম এম মোর্শেদ ও হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।