ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে গ্রেপ্তার ছাত্রদল নেতা

ময়মনসিংহ: বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া জেলার ফুলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজার রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং জি.আর আমলি আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৩০ জুলাই রাতে ফুলপুর থানা পুলিশ সুজাউদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনার পরদিন একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। যদিও মামলাটি দায়ের করা হয়েছিল ২০২২ সালের ৩০ ডিসেম্বর।  

জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবু জাফর মো. রাশেদ মিলন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আজ (৩ আগস্ট) দুপুরে আদালতের বিচারক দুই পক্ষের শুনানি শেষে আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  


বাংলাদেশ সময় : ০৪৩২ ঘণ্টা,  আগস্ট ৩, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।