ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা চাঁদ কিশোরগঞ্জ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
বিএনপি নেতা চাঁদ কিশোরগঞ্জ কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হাজিরা দিতে এসে আদালতের নির্দেশে কারাগারে গেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিনের আদালতে হাজির দেওয়ার পর তাকে মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করে পুলিশ।

  

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়।

এরও আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার কারণে আবু সাইদ চাঁদের নামে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে এ মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।