ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় সাবেক এমপিসহ কারাগারে ২ বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
নাশকতার মামলায় সাবেক এমপিসহ কারাগারে ২ বিএনপি নেতা

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরের একটি নাশকতার মামলায় সাবেক এমপিসহ দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আখতারুজ্জামান ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে এদিন সকালে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা।  

জানা গেছে, ২০২৩ সালের ৩০ অক্টোবর চিরিরবন্দর উপজেলায় রাস্তায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই নাশকতা মামলার আসামি ছিলেন তারা।  

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তারা। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে দুপুরেই তাদের কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।