ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইসলামপুর পৌরমেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ৬, ২০২৪
ইসলামপুর পৌরমেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত মো. আব্দুল কাদের সেখ

ঢাকা: সরকারি গুদামের মালামাল লুটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

মেয়রের করা রিটের প্রাথমিক সোমবার (৬ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে ২৯ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।  

আব্দুল কাদের সেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার টানা তৃতীয়বারের মতো মেয়রের পদে দায়িত্ব পালন করে আসছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ০৬, ২০২৪
ইএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।