ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

আজ সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
আজ সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে

ঢাকা:  বিচার কাজ বন্ধ থাকলেও আজ মঙ্গলবার (৬ আগস্ট) সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের অফিস খোলা থাকবে।

সোমবার (৫ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এর আগে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালত ও বুধবার (৭ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে।

এক বার্তায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে নিম্ন আদালতে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলবে এবং বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।  

এর আগে রোববার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তি দিয়ে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।  

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।