ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে

বগুড়া: বগুড়ায় হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুকান্ত সাহা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে সজীব সাহাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

হত্যা মামলায় অভিযুক্ত সজীব সাহাকে দুপুরের দিকে পুলিশের কড়া নিরাপত্তায়  আদালতে নেওয়া হয়। পরে বিকেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার নামে একাধিক হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে আদালত থেকে পুলিশ ভ্যানে কারাগারে নেওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীরা সজীবকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে নেওয়া হয়।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, দুপুর ১২টায় সজীব সাহাকে আদালতের হাজতে নেওয়া হয়। পরে আদালতের আদেশে কঠোর নিরাপত্তায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গত ৫ আগস্টের পর থেকে সজীব সাহা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।