ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আইন ও আদালত

রিমান্ড শেষে কারাগারে কামরুল-সোলায়মান সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, ডিসেম্বর ২৬, ২০২৪
রিমান্ড শেষে কারাগারে কামরুল-সোলায়মান সেলিম বাঁয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডানে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম

ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এ মামলায় গত ১৮ ডিসেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেক আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান।  

সোলায়মান সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ জামিন শুনানি করেন। তবে কামরুল ইসলাম তার আইনজীবীকে জামিন শুনানি থেকে বিরত রাখেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গত ১৩ নভেম্বর রাতে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়।  

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ