কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে হত্যার দায়ে তৎকালীন ইউপি চেয়ারম্যান জাসদ নেতা মশিউর রহমান মিলনসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
২০১৭ সালের (১১ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন গোরস্থানের সামনে পল্লী চিকিসৎক লুৎফর রহমান সাবুর মোটরসাইকেল থামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় নয় আসামিকে এ দণ্ড দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআই