ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ককে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, মে ১৮, ২০২৫
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ককে শোকজ

ঢাকা: অযাচিত ও অপেশাদারমূলক আচরণের অভিযোগে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার (আইনজীবী সমিতি) ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) এ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান।

 

এ ছাড়া আরও তিন আইনজীবীকে নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিলন, প্রাথমিক সদস্য মো. জাবেদ ও এস এম ইলিয়াস হাওলাদার।  

নোটিশে বলা হয়, গত ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনার ‘অপেশাদারিত্বমূলক’ আচরণ ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।  

‘এ রকম অযাচিত ও অপেশাদারমূলক আচরণের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবরে লিখিতভাবে আগামী তিনদিনের মধ্যে কারণ ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ’

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্ত অনুসারে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

ইএস/কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।