ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আইন ও আদালত

আফতাবনগর-মেরাদিয়ায় পশুর হাট নয়, আদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, মে ২১, ২০২৫
আফতাবনগর-মেরাদিয়ায় পশুর হাট নয়, আদেশ বহাল আফতাবনগরে পশুর হাট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের করা আবেদনের ওপর বুধবার (২১ মে) ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, খুররম শাহ মুরাদ। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির নয় নম্বর কলামে ‘মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গা’য় পশুর হাট বসানোর বিষয়টি উল্লেখ ছিল। পরে বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহাব উদ্দিন শিকদার নয় নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৮ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-এম-৪, এম-৫,এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালি (আংশিক) এর খালি জায়গা’য় পশুর হাট বসানোর বিষয়টি উল্লেখ ছিল।

পরে স্থানীয় বাসিন্দা আজাদ আলী ৪ মে এ রিট করেন। ওই রিটের শুনানি শেষে ৫ মে বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

দুটি রিটে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুই সিটির প্রশাসক আপিল বিভাগে পৃথক আবেদন করেন।  

ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ