ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আইন ও আদালত

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের স্বত্বাধিকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুলাই ৭, ২০২৫
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের স্বত্বাধিকারী দুদকের মামলায় খালাস পেয়েছেন হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হানিফ মিয়া

সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা (নন-সাবমিশন) মামলায় হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হানিফ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  

সোমবার (৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

এ সময় জামিনে থাকা হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।  

হানিফের আইনজীবী মো. বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালে ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ১৬৩ টাকা টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার ২০৯ টাকা অস্থাবর সম্পদসহ মোট চার কোটি ৪ লাখ ৩৬ হাজার ৩৭২ টাকার সম্পদ অর্জন করেন।  

এই সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৭০৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারার বিধান মতে দুর্নীতি দমন স্থায়ী কমিশন ২০২০ সালের ২৯ নভেম্বর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। একই বছরে ৯ ডিসেম্বর নোটিশ তামিল হয়।  

পরবর্তীতে তিনি এই সময়ের মধ্যে জবাব দাখিল করতে ব্যর্থ হলে দুদক এই মামলা করে।  

কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।