পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় হওয়া মামলায় আসামিদের পক্ষে আদালতে লড়বেন না বিএনপিপন্থী আইনজীবীরা।
সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. খোরশেদ আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোরশেদ আলম বলেন, গত কয়েদিনের কিছু নৃশংস এবং ঘৃনিত ঘটনা আপনাদের পাশাপাশি আমরাও জানতে পেরেছি। এর মধ্যে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ, খুলনায় যুবদল নেতা হত্যা এবং চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করা পরবর্তীতে মৃত্যু আমাদেরকে অত্যন্ত মর্মাহত ও বিচলিত করেছে, এবং আমাদের হৃদয়েও নাড়া দিয়েছে। যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা মিটফোর্ড হাসপাতালের সোহাগ হত্যা। যা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে এর সমস্ত দায়ভার বাংলাদেশের সবচাইতে মজলুম ও নিপীড়িত দল বিএনপির ওপর চাপানো হচ্ছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। আমরা মনে করি, ফ্যাসিবাদী শক্তির দোসর ও অদৃশ্য শক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কোনোরকম তদন্ত অনুসন্ধান ছাড়াই চাঁদাবাজির মতো এক ঘৃণ্য অপবাদ আরোপ করে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট সোহাগ হত্যার এই ঘৃণ্য নৃশংসতার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছে এবং অনতিবিলম্বে সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছে এবং পাশাপাশি কোনো বিজ্ঞ আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় সেই আহ্বানও জানাচ্ছে।
ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলনসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কেআই/এমজে