ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শৈলকুপায় ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
শৈলকুপায় ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার এ দণ্ডাদেশ দেন।

গৌতম মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘ চার বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই ক্লিনিকটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।