ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের আইনজীবীদের কার্ড প্রদর্শন করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
সুপ্রিম কোর্টের আইনজীবীদের কার্ড প্রদর্শন করতে হবে

ঢাকা: নিরাপত্তার স্বার্থে আইনজীবীদের আইডি কার্ড প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আগামী ০৭ আগস্ট রোববার থেকে সমিতির সকল সদস্যকে এ কার্ড গলায় ঝুলিয়ে রাখতে বলা হয়েছে।

সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রোববার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত  নেওয়া হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সভায় সিনিয়র আইনজীবী ও বারের সাবেক নেতারা বক্তব্য দেন।

এছাড়াও  সদস্যদের গাড়িতে সমিতির স্টিকার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্টিকার ছাড়া কোনো গাড়ি সমিতি প্রাঙ্গনে দাঁড়াতেও পারবে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, নিরাপত্তার স্বার্থে সবাইকেই আগামী সপ্তাহ থেকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সিনিয়র-জুনিয়র সবাইকে আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।