ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

তামাক নিয়ন্ত্রণ সেলের গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
তামাক নিয়ন্ত্রণ সেলের গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না

ঢাকা: ২০১৬ সালের ১৬ মার্চ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর প্রকাশিত ‘গণবিজ্ঞপ্তি’ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জে. এন. দেব এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।



বেসরকারি সংস্থা উবিনিগ (প্রা.) লিমিটেড, প্রজ্ঞা ও ‘প্রত্যাশা’ মাদক বিরোধী সংগঠন এর এক রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল দেওয়া হয়।

রুলের জবাব দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর কোঅর্ডিনেটরকে আগামী ২ (দুই) সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

ওই ‘গণবিজ্ঞপ্তি’ অনুযায়ী, যে কোন প্রতিষ্ঠান তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের পরিবর্তে নিম্নভাগে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করতে পারবে। তবে, বাংলাদেশে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ (২০০৫ সালের ১১ নং আইন) - এর ১০ ধারা অনুযায়ী, ‘তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার উভয় পাশে মূল প্রদর্শনী তল বা যে সব প্যাকেটে দুইটি পার্শ্বদেশ নাই সেই সব প্যাকেটের মূল প্রদর্শনী তলের উপরিভাগে অন্যূন শতকরা পঞ্চাশ ভাগ স্থান জুড়িয়া তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে, রঙিন ছবি ও লেখা সম্বলিত, স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মূদ্রণ করিতে হইবে। ’

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ অনুযায়ী, ২০১৬ সালের ১৯ মার্চ এর পর থেকে তামাকজাত দ্রব্যের মোড়ক বা প্যাকেটে আইন অনুযায়ী সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ ব্যতীত কোনো তামাকজাত দ্রব্য বিক্রি বা বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ওই ‘গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করায় আইন অমান্য করে তামাকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রয়কারী কোম্পানিগুলো তামাকজাত দ্রব্য বাজারজাত করছে।

এমন পরিস্থিতিতে বাদী পক্ষের আবেদন অনুযায়ী, হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন এবং পরবর্তী আদেশ প্রদানের জন্য আগামী ২০১৬ সালের ২ নভেম্বর কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।    

আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক ও মঞ্জুর আলম।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
জেডএম/
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।