ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফুলবাড়ীর তিন ইউপির নির্বাচনে আপাতত বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ফুলবাড়ীর তিন ইউপির নির্বাচনে আপাতত বাধা নেই

ঢাকা: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দিয়ে ৩০ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

 

৩১ অক্টোবর বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ফুলবাড়ী সদর, কাশিপুর এবং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

পরে একরামুল হক টুটুল বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যাওয়ায় ওই তিন ইউপির নির্বাচন হতে আর কোনো বাধা নেই।  

বিলুপ্ত ছিটমহলের দাশিয়ারছড়া ভেঙ্গে তিনটি ইউনিয়নে অর্ন্তভুক্ত করে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে।

কিন্তু বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের সভাপতি বাংলাদেশ ইউনিট ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে দাশিয়ারছড়াকে বিভক্ত না করে একটি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ ঘোষণার আবেদন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর হাইকোর্ট তিন ইউপির নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।

বাংলাদেশ সময়:১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৫,২০১৬
ইএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।