ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরের তিন ইটভাটা বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
পিরোজপুরের তিন ইটভাটা বন্ধের নির্দেশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তিনটি ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তিনটি ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
 
রোববার (১৩ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ইটভাটা তিনটি বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত রুলও জারি করেছেন।
 
তিন ইটভাটা হচ্ছে- ভান্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি ও পূর্ব ধাওয়া গ্রামের মেসার্স রুমি এন্টারপ্রাইজ ব্রিকস প্রাইভেট লিমিটেড, মেসার্স বি বি আই এন্টারপ্রাইজ ব্রিকস প্রাইভেট লিমিটেড এবং  এম কে বি ব্রিকস প্রাইভেট লিমিটেড।
 
ইটভাটা তিনটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে পরিচালিত হয়ে আসছিল। এমন দাবি করে স্থানীয়দের পক্ষে শিক্ষ‍ানবিস আইনজীবী মাহদিয়া বুশরা হাইকোর্টে রিট করেন।
 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা আফসার জাহান ও মোনায়েম নবী শাহীন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।