ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিমানবন্দরের রানওয়ের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বিমানবন্দরের রানওয়ের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণে নিষেধাজ্ঞা

ঢাকা: হযরত শাহজালাল বিমানবন্দর রানওয়ে সংলগ্ন এলাকায় ময়লা আর্বজনা ফেলার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ কাজের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

রুলে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান প্রকৌশলীসহ ছয় জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  
রিট আবেদনটি দায়ের করেন রানা কাওসার। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু।

রোববার (১২ ফেব্রুয়ারি) একটি জাতীয় দৈনিকে ‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করে আইনজীবী রানা কাওসার।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।