মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দু’জনের মধ্যে পাবনার আতাইকুলার কাইলা কালাম একটি হত্যা মামলায় ২০০৪ সালের ১৫ এপ্রিল থেকে পাবনা কারাগারে আছেন।
গত ০৫ ফেব্রুয়ারি তাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আনিচ উল মাওয়া।
এরপর তাদের জামিন নিয়ে রুল জারি করেন হাইকোর্টে। পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরেরও আদেশ দেন। সে অনুসারে তাদেরকে হাজির করে কারা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইএস/এএসআর