রোববার (১৯ নভেম্বর) বিকেলে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২’র বিচারক মো. শফির হোসেন হায়দার এ আদেশ দেন।
বিচারক আগামী ৫ জানুয়ারি ওই তিনজন সাক্ষীকে হাজির করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান জানান, মামলার দুইজন সাক্ষী নিহত মোস্তাকিম বিল্লার মা ফাতেমা খাতুন ও তার সৎ মা নূরজাহান বানু সাক্ষ্য দিয়েছেন। এছাড়া আগামী ৫ জানুয়ারি মামলার চূড়ান্ত প্রতিবেদনের তালিকাভুক্ত সাক্ষী সুলতানা রাজিয়া, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাককে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তিনি জানান, গত ধার্য তারিখে মামলার এজাহারকারী নিহত মোস্তাকিম বিল্লার মামা আব্দুল্লাহ মিয়া আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন।
আসামি পক্ষ থেকে সরকারি খরচে নিয়োজিত অ্যাডভোকেট মো. খলিলুর রহমান ওই ২ সাক্ষীকে জেরা করেছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আইএ