ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

নকল সরবরাহ করায় কিশোরের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, নভেম্বর ২০, ২০১৭
নকল সরবরাহ করায় কিশোরের জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল সরবরাহ করায় শান্ত ইসলাম ওরফে রিওন (১৭) নামে এক কিশোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এ জরিমানা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলাকালীন উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্ত ইসলাম জানালার পাশে দাঁড়িয়ে এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করছিল।

এসময় তাকে আটক করা হয়।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।