ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মিন্টুর পাঁচ মামলা হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
মিন্টুর পাঁচ মামলা হাইকোর্টে স্থগিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা পাঁচ মামলায় কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) এ আদেশ দেন।

আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে ২০১৩ সালে রাজধানীর মতিঝিল থানায় একটি ও ২০১৫ সালে পল্টন থানায় চারটি মামলা দায়ের করা হয়।  

শেখ এ কে এম মনিরুজ্জামান কবির জানান, হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।