ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরের দোকান মালিক হত্যায় কর্মচারীর ফাঁসি বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
গাজীপুরের দোকান মালিক হত্যায় কর্মচারীর ফাঁসি বহাল

ঢাকা: গাজীপুরের জয়দেবপুরে এক দোকান মালিক হত্যার ঘটনায় তার কর্মচারীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।  

এ বিষয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতি দিয়ে এবং আসামির আপিল খারিজ করে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 
আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী ড. মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস ও মিয়া মো. শামীম আহসান।
 
রায়ের পরে ড. বশির উল্লাহ বলেন, সকালে এক সঙ্গে মালিক ও কর্মচারী দোকানে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরে অল্প কিছু টাকার জন্য ছুরি দিয়ে কর্মচারী শহিদুল ইসলাম তার দোকান মালিক শরিফুল ইসলামকে খুন করলেন। এ ঘটনায় বিচারিক আদালতও মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন উচ্চ আদালত মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুরের থানার কড্ডা কাঁঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে হত্যা করা হয়। ওই দোকানের কর্মচারী শহিদুল ইসলাম ছুরি দিয়ে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
 
এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন পরের দিন শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
 
একই বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আদালত আসামি শহিদুল ইসলামকে মৃত্যদণ্ড দেন।
 
পরে মৃত্যদণ্ড অনুমোদন এবং খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন আসামি শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।