ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বনানীতে অফিসে খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বনানীতে অফিসে খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকা: রাজধানীর বনানীতে মুন্সী ওভারসিজ নামে একটি রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেনকে (৫০) খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক ব্যক্তি।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারাফুজ্জামান আনছারীর আদালতে হেলাল উদ্দিন নামে ওই ব্যক্তি জবানবন্দি নেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ১৪ নভেম্বর (মঙ্গলবার) রাতে বনানীর চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ওই অফিসে এ ঘটনা ঘটে। আহত হন আরও তিনজন।

নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে। তার বাবার নাম মৃত আয়নাল আলী। এছাড়া আহতরা হলেন, মির্জা পারভেজ (৩০), মোখলেসুর রহমান (৩৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৯)।

বনানীতে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত ১

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।