ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

শওকত মাহমুদের আগাম জামিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৮
শওকত মাহমুদের আগাম জামিন 

ঢাকা: রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রিজন ভ্যানে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, এম. আতিকুর রহমান মুহাম্মদ হেলাল উদ্দিন, মো. গোলাম আকতার জাকির ও আব্দুস সালাম খান।

৩০ জানুয়ারি বিকেলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে বকশীবাজারের আদালত থেকে গুলশানের বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গাড়িবহরের সঙ্গে মিছিল থেকে ওই সময় হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।