ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদার উপদেষ্টা তৈমুরের আগাম জামিন  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
খালেদার উপদেষ্টা তৈমুরের আগাম জামিন  

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে করা মামলায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে বিএনপি চেয়ারাপারসন তৈমুর আলমের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।

 ** তৈমুর আলম খন্দকারের চুরির মামলা স্থগিত

গত ৪ ফেব্রুয়ারি রেলপথ, রাজপথ, নৌপথ অচলসহ মিল কারখানায় উৎপাদন বন্ধ করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে তৈমুর আলম খন্দকার, সাখাওয়াত হোসেন খানসহ ৩৪ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করে পুলিশ।  
 
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন খান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ওই মামলাটি করেন।
 
মামলায় ইতোমধ্যে আটক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, বিএনপি নেতা আনোয়ার প্রধানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।